নরসিংদী রায়পুরা চরাঅঞ্চলে পাড়াতলী ইউনিয়নে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ মার্চ) রবিবার বিকালে এসএসএফ প্রধান মেজর জেনারেল মুজিবুর রহমানের বাড়ি প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল এর সভাপতিত্বে ও আমজাদ আলী মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রায়পুরা বীরমুক্তিযোদ্ধা রাজু উদ্দিন আহমেদ রাজু এমপি। এসময় উপজেলা পাড়াতলী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সময় এমপি রাজু উদ্দিন আহমেদ রাজু বলেন, রায়পুরা উপজেলা পাড়াতলী ইউনিয়নের ছনচলা ঘাট থেকে কাচারি কান্দি পযর্ন্ত রাস্তা পাকাকরণের আস্বাস দেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে চরাঅঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। এবং সায়দাবাদ ঘাট থেকে বাঁশগাড়ি পযন্ত রাস্তার হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। তার পাশাপাশি বাঁশগাড়ি যুদ্ধ নিরসনের জন্য প্রশাসন ও সকল অ’লীগের নেতৃবৃন্দদের একসাথে কাজ করার আহবান জানিয়েছেন। এসময় তিনি আরোও বলেন, ঐতিহাসিক মার্চ মাস উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর মেজর জেনারেল মুজিবুর রহমানের পিতা তৎকালীন ঢাকা জেলার আ’লীগের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা প্রদক প্রাপ্ত ভাষা সৈনিক প্রয়াত একেএম বজলুর রহমান ফাউন্ডেশনের স্মৃতিচারণ করেন ও তার পরিবারের সবার জন্য দোয়া কামনা চান। এসময় আরোও উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, শ্রীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরুজ মিয়াসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর...
Leave a Reply