নরসিংদী রায়পুরা পৌরসভায় সমাজ কল্যাণ সংঘের শুভ উদ্বোধন এবং সংগঠনের উদ্যোগে ফ্রি মাস্ক ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারী) বিকালে রায়পুরা পৌর এলাকার পূর্বপাড়া গ্রামে কামাল মোল্লা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে মানবতার কার্যক্রম পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে কামাল মোল্লা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাসিবুল হাসান তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা মেয়র মোঃ জামাল মোল্লা। এসময় মেয়র বলেন, আমার বড় ভাই কামাল মোল্লা ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। তবে আমার এলাকার বর্তমান যুব সমাজ আমার ভাইয়ের নাম দিয়ে সংগঠন করার জন্য আমি গর্বিত। এই সংগঠনের প্রথম উদ্বোধনেই আমার সবচেয়ে ভলো লেগেছে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেখে। তাই আমার ভাই কামাল মোল্লা সমাজ কল্যাণ সংঘের এই মহৎ কাজগুলো যেনো সবসময়ই চলমান থাকে সার্বিক বিষয়ে আমি সাহায্যে করব। তিনি আরোও বলেন, এই সংগঠন দিয়ে একটি আদর্শ সমাজ গড়তে হবে, মাদকমুক্ত সমাজ করতে হবে, অসহায়ের পাশে সবসময় থাকতে হবে। তাহলে কামাল মোল্লা সমাজ কল্যাণ সংঘের ক্লাবটি এই দেশের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা সাবেক চেয়ারম্যান লতিফ মোল্লা, কামাল মোল্লা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক দুর্জয় সাহা, কোষাধ্যক্ষ গোলাম মাহবুব হীরা, মোঃসাব্বির মাহমুদ, সমাজসেবক হাজি সোনালি, শুভ, জসিম মোল্লা, হেকিম, আতাউরসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও খবর...
Leave a Reply