ইয়ামাহা এবং এসিআই এর পথ চলার ৫ বছর পূর্তি অনুষ্ঠানটি গতকাল রাজধানীর আইসিসিবি সেন্টারে । সঙ্গীত শিল্পী মাইলস এর গানের মাধ্যমে আয়োজনটি আরো বেশি জমকালো হয় । সারাদেশের প্রতিটি ইয়ামাহা শো-রুমে একই দিনে কেক কাটা হয় । এ সময় ইয়ামাহা রাইড়ার্স ক্লাবের এ্যাডমিন ও দেশের অনেক লেডি বাইকার উপস্থতি ছিলো ।
Leave a Reply